• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ডিএসই থেকে রাজস্ব বেড়েছে ৬০ শতাংশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ জানুয়ারি ২০১৮, ১৪:৪৭

চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথম ছয় মাসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে সরকারের রাজস্ব বেড়েছে ৬০ শতাংশের বেশি।

ডিএসই সূত্রে জানা গেছে, আলোচ্য সময়ে ডিএসই সরকারি কোষাগারে ১৪২ কোটি ৪৮ লাখ টাকা জমা প্রদান করেছে। এর আগের বছরের একই সময়ে যা ছিল ৮৮ কোটি ৭৫ লাখ টাকা।

সেই হিসাবে এই ছয় মাসে ডিএসইর রাজস্ব আদায় বেড়েছে ৫৩ কোটি ৭৩ লাখ টাকা বা ৬০ দশমিক ৫৪ শতাংশ।

ডিএসইর হিসাবে, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে সদস্য প্রতিষ্ঠানগুলো থেকে রাজস্ব এসেছে ১০৩ কোটি ৪৮ লাখ টাকা, যা আগের বছরে একই সময়ে ছিল ৬৭ কোটি ৩৮ লাখ টাকা।

সেই হিসাবে প্রতিষ্ঠানগুলো থেকে ডিএসইর আয় বেড়েছে ৩৬ কোটি ১০ লাখ বা ৫৩ দশমিক ৫৭ শতাংশ।

এই ছয় মাসে উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকেও রাজস্ব আদায় ১৭ কোটি ৩৫ লাখ টাকা বা ৮১ দশমিক ১৮ শতাংশ বেড়েছে।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজস্ব ঘাটতি হতে পারে ৮২ হাজার কোটি টাকা : সিপিডি
‘জায়েদ খানের বিয়ে’, ফেসবুকে শেয়ার করলেন জায়েদ নিজেই
ডিএসইসির সঙ্গে ইনসাফ বারাকাহ হাসপাতালের স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষর
জেমিনির ভুলে বিপাকে গুগল সিইও, হারাতে পারেন চাকরি 
X
Fresh