• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এমারেল্ড অয়েলের শেয়ার কিনতে ঋণে নিষেধাজ্ঞা

আরটিভি অনলাইন ডেস্ক

  ০১ জানুয়ারি ২০১৮, ১৪:৩৯

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েলের শেয়ার কিনতে ঋণ সুবিধা দিতে নিষেধাজ্ঞা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কমিশন থেকে কোম্পানিটির শেয়ার কিনতে স্টক ব্রোকারস, মার্চেন্ট ব্যাংকারদের ঋণ দেয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।

যা আজ সোমবার থেকে কার্যকর হবে বলে বিএসইসির নির্দেশনায় বলা হয়েছে।

এমারেল্ড অয়েল কোম্পানি ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ডিএসইর তথ্য অনুযায়ী ২০১৭ সালে বার্ষিক সাধারণ সভা করতে ব্যর্থ হওয়ায় কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়ে দেয়া হয়েছিল। যা আজ সোমবার থেকে কার্যকর হয়েছে।

গত ১৯ ডিসেম্বর থেকে কোম্পানিটির শেয়ার দর টানা বাড়তে থাকে। আলোচ্য সময়ে শেয়ারটির দর ১৭ টাকা ৮০ পয়সা থেকে বেড়ে ২৪ ডিসেম্বর ২৩ টাকা ১০ পয়সা পর্যন্ত লেনদেন হয়।

কোম্পানিটির এই দরবৃদ্ধিকে ‘অস্বাভাবিক’ মনে করে কারণ জানতে চেয়ে নোটিশ পাঠায় ডিএসই।

জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই দর বাড়ছে। এর পেছনে কোনো অপ্রকাশিত তথ্য তাদের কাছে নেই।

বাজার বিশ্লেষণে দেখা যায়, নোটিশের পর থেকে কোম্পানিটির শেয়ারদর টানা পতনে রয়েছে।

এসআর/ এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh