• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

দাপট দেখাচ্ছে লাফার্জ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ ডিসেম্বর ২০১৭, ১৯:৪৮

হোলসিম বাংলাদেশের শতভাগ শেয়ার কিনে নেয়ার খবরের পর পুঁজিবাজারে টানা বাড়ছিল তালিকাভুক্ত লাফার্জ সুরমা সিমেন্টের দর। কিন্তু আজ কোম্পানিটির শেয়ারদর কিছুটা থমকে গেছে।

তবে দিনশেষে ঠিকই লেনদেনে শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে জানা গেছে, আজ কোম্পানিটি ৩০ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। কোম্পানিটি আজ ৩ হাজার ৫৮০ বারে ৪৩ লাখ ৯০ হাজার ৬৫৭টি শেয়ার হাতবদল করেছে।

এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইসলামী ব্যাংক লিমিটেড। আজ কোম্পানিটির এক হাজার ৯৯৪ বারে ৬৭ লাখ ৬১ হাজার ৩৭৮টি শেয়ার হাতবদল হয়। যার বাজার মূল্য ২৪ কোটি ৯২ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মা লিমিটেড এক হাজার ২৮০ বারে ১৯ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল ব্যাংক ১২ কোটি ৭৫ লাখ টাকা, প্যারামাউন্ট টেক্সটাইল ১২ কোটি ১৬ লাখ টাকা, রূপালী ব্যাংক ১০ কোটি ৫৭ লাখ, নাহি অ্যালুমিনিয়াম ১০ কোটি ৪২ লাখ, এক্সিম ব্যাংক ৯ কোটি ৬৬ লাখ, আলিফ ম্যানুফ্যাকচারিং ৮ কোটি ৬৫ লাখ টাকা ও মার্কেন্টাইল ব্যাংক ৮ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিশ্বজুড়ে লাফার্জ-হোলসিমের একীভূত হওয়ার অংশ হিসেবে গত বছরের ডিসেম্বরে বাংলাদেশে হোলসিমকে কিনে নেয়ার সিদ্ধান্ত নেয় লাফার্জ পরিচালনা পর্ষদ। সে হিসেবে হোলসিমের শতভাগ শেয়ার কিনতে কোম্পানিটিকে গুণতে হচ্ছে ৫০৪ কোটি ৭৮ লাখ ১৯ হাজার ৯৪০ টাকা। যেটি গত ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক বেঁধে দিয়েছিল।

সম্প্রতি লাফার্জের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেয়া দামে তারা হোলসিম কিনতে রাজি।

এ খবরের পর টানা বাড়তে থাকে কোম্পানিটির শেয়ারদর। টানা দুদিন তো বিক্রেতাশূন্য হয়ে শেয়ার হল্ট হয়ে পড়ে। আজ সর্বশেষ লেনেদেনে শেয়ারটির দর ২০ পয়সা কমে অবস্থান করছে ৬৯ টাকা ৯০ পয়সায়। যা গত ২০ ডিসেম্বর ছিল ৫১ টাকা ৪০ পয়সা।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জায়েদ খানের বিয়ে’, ফেসবুকে শেয়ার করলেন জায়েদ নিজেই
জেমিনির ভুলে বিপাকে গুগল সিইও, হারাতে পারেন চাকরি 
‘অপতথ্য মোকাবিলায় আইনের খসড়া শেয়ার করবে ইইউ’
রেখার সঙ্গে ছবি শেয়ার করে যে মন্তব্য করলেন অমিতাভ
X
Fresh