• ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১
logo

চাল নিয়ে সুখবর

আরটিভি নিউজ

  ২০ অক্টোবর ২০২৪, ২২:৪২
ফাইল ছবি

চালের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে পণ্যটি আমদানিতে শুল্ক কর কমানো হয়েছে।

রোববার (২০ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারি করা প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে আমদানি শুল্ক ও রেগুলেটরি শুল্ক হ্রাস এবং আগাম কর প্রত্যাহার করা হয়েছে। চালের ওপর বিদ্যমান আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা এবং রেগুলেটরি শুল্ক বা আরডি ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার পাশাপাশি আগাম কর ৫ শতাংশ পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে।

এ বিষয়ে এনবিআরের পরিচালক সৈয়দ এ মুমেন জানান, আমদানিতে শুল্ক কর কমানোর কারণে চালের দাম কমবে। এ ক্ষেত্রে আমদানি পর্যায়ে প্রতি কেজি চালের মূল্য ১৪.৪০ টাকা হ্রাস পাবে। আমদানি শুল্ক ও রেগুলেটরি শুল্ক হ্রাস এবং আগাম কর প্রত্যাহারের কারণে দেশের বাজারে চালের সরবরাহ বাড়বে। ফলে চালের মূল্য দেশের সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।

আরটিভি/এসএপি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাসপোর্ট নিয়ে প্রবাসীদের জন্য সুখবর
চলন্ত ট্রেনের ওপর সাইকেল চালিয়ে তরুণের বিশ্ব রেকর্ড
দেশে কচ্ছপের সবচেয়ে বড় চালান আটক
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য সুখবর দিলো হোয়াটসঅ্যাপ