DMCA.com Protection Status
  • ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯, ৬ বৈশাখ ১৪২৬

১৬৯ কোম্পানির দরপতনে চলছে লেনদেন

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ২৭ ডিসেম্বর ২০১৭, ১২:৪৭ | আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৭, ১২:৫৯
পুঁজিবাজারে লেনদেন কমার সঙ্গে সঙ্গে তালিকাভুক্ত কোম্পানিও শেয়ারের দর হারাচ্ছে। আজ বুধবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দেখা যাচ্ছে অধিকাংশ কোম্পানির দরপতনে চলছে লেনদেন।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এ সময় পর্যন্ত ঢাকার বাজারে লেনদেনে অংশ নিয়েছে ৩১৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে ১৬৯টি কোম্পানি ও ফান্ড দর হারিয়েছে। দর ঊর্ধ্বমুখী আছে মাত্র ৮৭টি কোম্পানির।

আর অপরিবর্তিত আছে ৬৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার দর।

বেলা সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৯ কোটি টাকা। লেনদেন শুরু হওয়ার পর প্রধান সূচক ডিএসইএক্স ইতিবাচক থাকলেও সোয়া এক ঘণ্টা পর সূচক নেতিবাচক ধারায় মোড় নেয়।

লেনদেনের দুই ঘণ্টা পর সূচকটি ৬ হাজার ১৬৬ পয়েন্টে অবস্থান করছে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দেখা যায় একইচিত্র। এ বাজারে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর কমতে দেখা যায়।

সাড়ে ১২টার দিকে এ বাজারে অংশ নেয় ১৯৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর হারিয়েছে ১০৬টি কোম্পানি। আর ঊর্ধ্বমুখী আছে মাত্র ৫০টি কোম্পানি ও ফান্ড।

এ সময়ে সিএসইতে লেনদেন হয়েছে ২৬ কোটি টাকা।

এসআর/পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়