• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আজও বিক্রেতা উধাও লাফার্জের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ ডিসেম্বর ২০১৭, ১৩:৪১

বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া মূল্যেই হোলসিম বাংলাদেশের শতভাগ শেয়ার কিনে নেয়ার খবরের পর হু হু করে বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের শেয়ার। আজ মঙ্গলবার টানা দ্বিতীয় দিনের মতো কোম্পানিটির শেয়ারদর বিক্রেতাশূন্য হয়ে পড়েছে।

এতে কোম্পানির শেয়ারটি হল্টেড হয়ে মূল্য স্পর্শ করেছে সার্কিট ব্রেকারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) খবর অনুযায়ী, আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কোম্পানিটির স্ক্রিনে শেয়ার কেনার প্রস্তাব থাকলেও বিক্রেতার ঘরে কোনো বিক্রয় প্রস্তাব ছিল না। এসময় পর্যন্ত লাফার্জের সর্বশেষ লেনদেন হচ্ছে ৬৫ টাকা ৬০ পয়সা দরে। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৫৯ টাকা ৭০ পয়সা।

এর আগে গত কার্যদিবসেও কোম্পানিটির শেয়ার হল্টেড হয়ে যায়। মূলত ওইদিনই বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া ৫০৫ কোটি টাকায় লাফার্জের হোলসিম বাংলাদেশ কিনে নেয়ার খবর স্পষ্ট করে ডিএসই।
সূত্র জানায়, লাফার্জকে সংশোধিত ক্রয়-বিক্রয় চুক্তি কার্যকরে অনুমতি দেয়া হয়েছে। সে হিসেবে হোলসিমের শতভাগ শেয়ার কিনতে কোম্পানিটিকে গুণতে হচ্ছে ৫০৪ কোটি ৭৮ লাখ ১৯ হাজার ৯৪০ টাকা। যেটি গত ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক বেঁধে দিয়েছিল।

বিশ্বজুড়ে লাফার্জ-হোলসিমের একীভূত হওয়ার অংশ হিসেবে গত বছরের ডিসেম্বরে বাংলাদেশে হোলসিমকে কিনে নেয়ার সিদ্ধান্ত নেয় লাফার্জ পরিচালনা পর্ষদ।

নভেম্বরে লাফার্জ সুরমার পরিচালনা পর্ষদে সিদ্ধান্ত হয়েছিল ১১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলারের বিনিময় মূল্য ৮০ টাকা) ৯৩৬ কোটি টাকায় হোলসিমকে কিনে নেবে লাফার্জ। দুই কোম্পানির মধ্যে এ দামেই কেনাবেচার বনিবনা হয়েছিল।

হোলসিমের সম্পদ ও দায়-দেনার বিশেষ নিরীক্ষার পর ওই মূল্য ঠিক করা হয়েছিল। পরে বাংলাদেশ ব্যাংক হোলসিমের দাম নির্ধারণ করে দেয় প্রায় ৬ কোটি ২৫ লাখ ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০৫ কোটি টাকা। তাতে দুই কোম্পানির মধ্যে নির্ধারিত দামের চেয়ে ৪৩১ কোটি টাকা দাম কমিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক।

এর আগে ২০১৪ সালের এপ্রিলে বৈশ্বিকভাবে লাফার্জ ও হোলসিম একীভূত হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে। সেই অনুযায়ী, বৈশ্বিকভাবে কোম্পানি দুটির একীভূত কার্যক্রম সম্পন্ন হয়। ফলে বিশ্বের সিমেন্ট খাতে জায়ান্ট দুই কোম্পানি এক ছাতার নিচে এসে ‘লাফার্জহোলসিম’ হিসেবে যাত্রা শুরু করে। এতে করে দুই কোম্পানি মিলে হয়ে যায় বিশ্বের সবচেয়ে বড় সিমেন্ট কোম্পানি।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জায়েদ খানের বিয়ে’, ফেসবুকে শেয়ার করলেন জায়েদ নিজেই
জেমিনির ভুলে বিপাকে গুগল সিইও, হারাতে পারেন চাকরি 
‘অপতথ্য মোকাবিলায় আইনের খসড়া শেয়ার করবে ইইউ’
রেখার সঙ্গে ছবি শেয়ার করে যে মন্তব্য করলেন অমিতাভ
X
Fresh