• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

আবারও আয়করমুক্ত সুবিধা পেল গ্রামীণ ব্যাংক

আরটিভি নিউজ

  ১১ অক্টোবর ২০২৪, ২১:২২
ছবি: সংগৃহীত

চার বছর পর আবারও আয়করমুক্ত সুবিধা পেল গ্রামীণ ব্যাংক। এর আগে ২০২১ সালের ১ জানুয়ারি এ সুবিধা বন্ধ হয়ে যায়। নতুন ঘোষণা অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত এ সুবিধা ভোগ করবে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশিত হয়। সেখানে এই তথ্য জানানো হয়।

গেজেটে বলা হয়, আয়কর আইন, ২০২৩ এর ক্ষমতাবলে ওই আইনের ৭৬ এর উপধারা (৫) এবং (৬) এর বিধানাবলি পরিপালন সাপেক্ষে গ্রামীণ ব্যাংকের অর্জিত সব আয়কে আয়কর প্রদান হতে অব্যাহতি দেওয়া হলো। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে এবং ৩১ ডিসেম্বর, ২০২৯ তারিখ পর্যন্ত বলবৎ থাকবে।

এর আগে, ২০২১ সালের ১ জানুয়ারি থেকে কর অব্যাহতি সুবিধা তুলে নেওয়া হলে ওই সময় কর অব্যাহতি চেয়ে সরকারের কাছে আবেদন করে গ্রামীণ ব্যাংক। তবে তাতে সাড়া মেলেনি।

এবার নতুন করে ৫ বছর ৩ মাসের জন্য কর অব্যাহতির সুবিধা পেল গ্রামীণ ব্যাংক। জানা গেছে, গত ১ অক্টোবর থেকে এ সুবিধা কার্যকর হবে।

আরটিভি/আইএম

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আয়করমুক্ত সুবিধা পেল আস-সুন্নাহ ফাউন্ডেশন
গ্রামীণ ব্যাংকের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী
‘পাপের ফল ভোগ করছেন ড. ইউনূস’ 
ইউনূস সেন্টারের ব্যাখ্যার অসামঞ্জস্যতা তুলে ধরল গ্রামীণ ব্যাংক