• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

১৫ শতাংশ লভ্যাংশ দেবে নাহি অ্যালুমিনিয়াম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ ডিসেম্বর ২০১৭, ১৫:২৪

পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পাওয়া নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেলের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশের সুপারিশ করেছে।

এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।

আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশের সুপারিশ করা হয়েছে।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৬ পয়সা। এর আগের বছরে যা ছিল ২ টাকা ৩৩ পয়সা। কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য বা এনএভিপিএস হয়েছে ১৫ টাকা ৩৪ পয়সা। আগের বছর যা ছিল ১২ টাকা ৭৮ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট ছিল ১২ ডিসেম্বর।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটি প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কর পরবর্তী মুনাফায় আছে ২ কোটি ৪৮ লাখ টাকা। এসময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৫ পয়সা।

১০ টাকা অভিহিত মূল্যে কোম্পানিটি ১ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। উত্তোলিত অর্থ কোম্পানির ব্যবসা সম্প্রসারণ, ঋণ পরিশোধ ও আইপিওতে ব্যবহার করা হবে।

এসআর/এ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পেসার নাহিদ রানার ‘শূন্য’র বিশ্ব রেকর্ড
ফিল্ডিংয়ে বাংলাদেশ, নাহিদ রানার অভিষেক
ফের অদ্ভুত পোশাকে উরফি
আগাম জামিন পেলেন নাহিদ সুলতানা যুথি
X
Fresh