• ঢাকা বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১
logo

এফবিসিসিআইয়ে প্রশাসক নিয়োগ

আরটিভি নিউজ

  ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৩৩
মো. হাফিজুর রহমান
ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য (অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব) মো. হাফিজুর রহমানকে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক নিয়োগ করা হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক বাণিজ্য সংগঠন) ড. নাজনীন কাউসার চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নিয়োগকৃত প্রশাসক ১২০ দিনের মধ্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির নিকাছে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবে।

বাণিজ্য সংগঠন আইন ২০২২-এর ১৭ ধারা মোতাবেক মো. হাফিজুর রহমানকে এফবিসিসিআইয়ের প্রশাসক নিয়োগ করা হয়েছে।

এর আগে, বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম পদত্যাগ করেছেন। বুধবার তার পদত্যাগের তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন সং‌শ্লিষ্ট এক কর্মকর্তা।

জানা গেছে, মাহবুবুল আলম সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন। সেখান থেকেই তিনি ইমেইলের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের ডিটিও বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন।

আরটিভি/এবি-টি

মন্তব্য করুন

Radhuni
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাহিদার চেয়ে আমদানি বেশি, তবুও বেড়েছে সয়াবিন ও পাম তেলের দাম
২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ
ইলিশ রপ্তানির সিদ্ধান্ত বাণিজ্য মন্ত্রণালয়ের: মৎস্য উপদেষ্টা
আজ থেকে মিলবে টিসিবির পণ্য