• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

৬ মাসে ডিএসইতে লেনদেন সর্বনিম্ন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ ডিসেম্বর ২০১৭, ১৭:৩৮

দেশের পুঁজিবাজারে আবারো নিম্নগতি লক্ষ্য করা যাচ্ছে। লেনদেন কমতে কমতে তা ৬ মাসের মধ্যে তলানিতে ঠেকেছে। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৩৩৮ কোটি ২৭ লাখ টাকা।

এই লেনদেন গত ১২ জুনের পর সর্বনিম্ন। ওইদিন ডিএসইতে ৩৭০ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ লেনদেন কমে ২০ কোটি টাকায় নেমেছে।

রোববার দেশের দুই বাজারে লেনদেনের পাশাপাশি মূল্যসূচক কমেছে। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে প্রায় ১৭ পয়েন্ট; সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৩২ পয়েন্টের বেশি।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বেশ কিছুদিন ধরেই লেনদেনে ধীর গতি চলছিল। গত সপ্তাহজুড়েই ডিএসইতে গড় লেনদেন ছিল ৫০০ কোটি টাকার নিচে।

রোববার তা আরও কমে নেমে আসে ৩৩৮ কোটি ২৭ লাখ টাকায়। যা গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবারের চেয়ে ৬৪ কোটি ৪২ লাখ টাকা কম।

আজ লেনদেনে অংশ নিয়েছে ৩৩২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৬ দশমিক ৯২ পয়েন্ট কমে ৬ হাজার ২১৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৭৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ২৩৯ পয়েন্টে।

এসআর/সি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চলছে বঙ্গবাজারে  
ভেঙে ফেলা হয়েছে বঙ্গবাজারের অবৈধ দোকান
মিয়ানমারের আরও ৫ বিজিপি সদস্য আশ্রয় নিলো বাংলাদেশে
মোবাইলে এক মাসে ১ লাখ ৩০ হাজার কোটি টাকা লেনদেন
X
Fresh