• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বিজয় দিবসে হাতিরঝিলে উন্নয়ন কর্মকাণ্ডের প্রদর্শনী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ ডিসেম্বর ২০১৭, ২১:২৭

মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর রাজধানীর হাতিরঝিলে সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের প্রদর্শনী অনুষ্ঠিত হবে। পরিকল্পনা মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করেছে। বৃহস্পতিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রদর্শনীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণসহ স্বাধীনতা যুদ্ধের খণ্ডচিত্র প্রদর্শন করার পাশাপাশি বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন যুগান্তকারী উন্নয়ন প্রকল্পের চিত্র লেজার শো’র মাধ্যমে প্রদর্শন করা হবে এবং ফায়ার ওয়ার্কের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হবে।

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আগামী ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় হাতিরঝিলের এম্ফিথিয়েটারে অনুষ্ঠিতব্য মহান বিজয় দিবসের অনুষ্ঠানে নগরবাসীকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন।

উল্লেখ্য, ইট-পাথরের এই ব্যস্ত শহরে ক্লান্তিকর নাগরিক জীবনের যখন দুর্বিষহ অবস্থা ঠিক এমনি সময় রাজধানীর হাতিরঝিল হয়ে উঠেছে মনোরম এক বিনোদন কেন্দ্র। দিনে কিংবা রাতে যে কেউই ঘুরে আসতে পারেন হাতিরঝিলে।

২০১৩ সালের ২ জানুয়ারি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করার পর এই প্রকল্পটি এখন রাজধানীর মানুষের অন্যতম বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। জমি দখল রোধসহ বৃষ্টির পানি সংরক্ষণ, জলাবদ্ধতা ও বন্যা প্রতিরোধ, ময়লা পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, রাজধানীর যানজট নিরসন এবং শ্রীবৃদ্ধি করতে বাংলাদেশ সেনাবাহিনীর ‘স্পেশাল ওয়ার্কস অরগানাইজেশন’র (এসডব্লিউও) তত্ত্বাবধানে পাঁচ বছর কাজ করার পর হাতিরঝিলকে বিনোদনের স্থান হিসেবে গড়ে তোলা হয়।

পি/

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh