• ঢাকা বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১
logo

বিক্ষোভ ও পদত্যাগ প্রসঙ্গে যা জানাল বাংলাদেশ ব্যাংক

আরটিভি নিউজ

  ০৭ আগস্ট ২০২৪, ১৫:৩৭
বাংলাদেশ ব্যাংক (ফাইল ছবি)

কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভে পদত্যাগে বাধ্য হয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরসহ ছয় শীর্ষ কর্মকর্তা। তবে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, তাদের নিয়োগ দিয়েছে সরকার। পদত্যাগ করতে হলে সরকারের কাছেই করতে হবে। এ ছাড়া কর্মচারীদের দাবিদাওয়া সরকারের কাছে পেশ করবে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (৭ আগস্ট) দুপুরে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ডেপুটি গভর্নরসহ ছয় শীর্ষ কর্মকর্তা পদত্যাগপত্র কার কাছে দিয়েছেন। তাদের নিয়োগ দিয়েছে সরকার, পদত্যাগপত্র দিতে হলে সরকারের কাছেই দিতে হবে। অন্য কারও কাছে তারা পদত্যাগপত্র দিতে পারেন না।’

গভর্নরের প্রসঙ্গে মেজবাউল হক বলেন, ‘গভর্নর ছুটিতে আছেন। এখন ডেপুটি গভর্নরেরা দায়িত্ব পালন করে যাবেন।’

তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের কর্মচারীরা আজ প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে বিভিন্ন দাবি দাওয়া উত্থাপন করেছেন, যেমন পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন, পে-স্কেল, সরকারের অযাচিত হস্তক্ষেপ বন্ধ ইত্যাদি। এসব অসন্তোষের কারণে কর্মচারীরা কেন শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগ দাবি করেছেন।’

‘অন্তর্বর্তী সরকার গঠিত হতে আরও সময় লাগলে কী হবে?’ সাংবাদিকদের এমন প্রশ্নর জবাবে মেজবাউল হক বলেন, ‘বাংলাদেশে ব্যাংকে দুই ধরনের কাজ হয়; প্রথমত, দৈনন্দিন কার্যক্রম; দ্বিতীয়ত, নীতিগত। দৈনন্দিন কার্যক্রম বিভাগীয় প্রধানেরাই চালিয়ে নিতে পারেন। কিন্তু সরকার না থাকলে বড় ধরনের নীতিগত সিদ্ধান্ত হয় না। এখন মূলত দৈনন্দিন কার্যক্রমই চলবে।’

এস আলম গ্রুপের মালিকানাধীন সাতটি ব্যাংকের চলতি হিসাবে ঘাটতি আছে। বিশ্বের কোনো ব্যাংক চলতি হিসাবের ঘাটতি নিয়ে চলতে পারার নজির নেই। আপনারাই এসব করেছেন, এই বাস্তবতায় আপনাদের দিয়ে স্বায়ত্তশাসন সম্ভব কি না?

এসব প্রশ্নের জবাবে মেজবাউল হক বলেন, ‘এসব কিছু এখন নির্ভর করছে অন্তর্বর্তীকালীন সরকারের ওপর। তারা যে নির্দেশনা দেবে, তার ওপর। আইনি সংস্কারের কথা আমরা বলেছি, আজ যারা পদত্যাগের দাবি করেছেন তাদের আইনের ফাকফোকর খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয়েছে।’

মন্তব্য করুন

Radhuni
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমি পদত্যাগে রাজি, বললেন মমতা
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে মণিপুর ছাড়লেন গভর্নর
বিসিবি থেকে সুজনের পদত্যাগের নেপথ্য কারণ
বিসিবি থেকে পদত্যাগ করলেন সুজন