• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পরিবেশবান্ধব ইটভাটায় ইডকলের ৪০ কোটি টাকার চুক্তি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ ডিসেম্বর ২০১৭, ১৫:৫৯

পরিবেশবান্ধব ইটভাটা নির্মাণে অর্থায়ন করছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)।

এ লক্ষ্যে বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) এবং ঊষা অ্যাগ্রো অ্যান্ড অটোব্রিকস্ লিমিটেডের সঙ্গে কোম্পানিটির ৪০ কোটি টাকার চুক্তি হয়েছে।

সম্প্রতি রাজধানীর বনানীর হোটেল সারিনাতে এ চুক্তি সই হয়।

পটুয়াখালীর লেবুখালীতে ঊষা অ্যাগ্রো অ্যান্ড অটোব্রিকস্ লিমিটেড এই অর্থ দিয়ে একটি আধুনিক প্রযুক্তির ইটভাটা নির্মাণ করবে।

ইডকলের উপ-প্রধান কর্মকর্তা ও প্রধান আর্থিক কর্মকর্তা এস.এম. মনিরুল ইসলাম, বিআইএফএফএলের নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এস.এম. ফরমানুল ইসলাম ও ঊষা অ্যাগ্রোর ব্যবস্থাপনা পরিচালক আইয়ুব আলী খান চুক্তিতে নিজ নিজ পক্ষে সই করেন।

চুক্তি সই অনুষ্ঠানে এসময় ইডকল, বিআইএফএফএল এবং ঊষা অ্যাগ্রোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিবেশবান্ধব এই ইটভাটায় দৈনিক এক লাখ ২০ হাজার ইট তৈরি হবে। এই ইটভাটায় গ্যাসিফিকেশন ভিত্তিক টানেল কিলিন প্রযুক্তি ব্যবহার করা হবে।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পঞ্চগড়ে দুই ইটভাটাকে জরিমানা
ইটভাটায় অভিযানের সময় গাড়ি ভাঙচুর, পুলিশসহ আহত ৬ 
নবাবগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান, ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা 
প্রাথমিকভাবে ৫০০ ইটভাটা বন্ধ করে দেওয়া হবে : পরিবেশমন্ত্রী
X
Fresh