• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দরবৃদ্ধির কারণ নেই স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স-উসমানিয়া গ্লাসের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ ডিসেম্বর ২০১৭, ১২:৪৮

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড ও উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেডের শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধি হয়েছে বলে মনে করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

আজ রোববার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তবে কোম্পানি দুইটি জানিয়েছে, এই দরবৃদ্ধির পেছনে কোনো কারণ তাদের জানা নেই। এর পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্যও নেই।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ২৬ নভেম্বর থেকে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের শেয়ার দর টানা বেড়ে চলেছে। ওইদিন শেয়ারটির দর ছিল ২৪ টাকা ৯০ পয়সা। গেলো ৭ ডিসেম্বর তা বেড়ে হয় ৩১ টাকা ৭০ পয়সা।

এই অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই গেলো ৭ ডিসেম্বর নোটিস পাঠায়।

অন্যদিকে, উসমানিয়া গ্নাস শিটের শেয়ার দর গত ৩০ নভেম্বর থেকে টানা বেড়ে চলেছে। ওইদিন কোম্পানিটির শেয়ারের দর ছিল ৯০ টাকা ৬০ পয়সা। ৭ ডিসেম্বর এ শেয়ারের লেনদেন হয়েছে ১০৩ টাকায়।

এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ টাকা ৪০ পয়সা বা প্রায় ১০ শতাংশ।

উল্লেখ্য, উভয় কোম্পানি শেয়ারবাজারে ‘এ’ ক্যাটাগরিতে তালিকাভুক্ত আছে।

এসআর/জেবি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ন্যাশনাল ফাইন্যান্স ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি
X
Fresh