• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নিম্নমুখী ধারায় শেয়ারবাজার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ ডিসেম্বর ২০১৭, ১৩:১৭

শেয়ারবাজারে সূচকের পতনে চলছে লেনদেন। গতকাল বুধবারের নিম্নমুখী প্রবণতা আজ বৃহস্পতিবারও দেখা যাচ্ছে। দুপুর ১টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আরো কমেছে ১৪ পয়েন্ট।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এসময় পর্যন্ত সূচকটি অবস্থান করে ৬ হাজার ২৫১ পয়েন্টে। দেড় ঘণ্টায় এ বাজারে লেনদেন হয়েছে ২৫২ কোটি টাকা।

বুধবার এ সূচক দশমিক ৩২ শতাংশ বা ২০ পয়েন্ট কমে ৬ হাজার ২৬৬ পয়েন্টে শেষ হয়। এদিন লেনদেন হয় ৫৮৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। যা তার আগের দিনের চেয়ে প্রায় ১০ শতাংশ কম।

আজ দুপুর ১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন করে ৩২৪টি কোম্পানি শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম কমেছে ১৫০টির, বেড়েছে ১১৯ টির এবং অপরিবর্তিত আছে ৫৫টির।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র দেখা গেছে। দুপুর ১টা পর্যন্ত এ বাজারে লেনদেন হয়েছে ২১৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের। এর মধ্যে দর বেড়েছে ৯৩টির, দর কমেছে ৮৬টির। আর দর অপরিবর্তিত আছে ৩৪টির।

এসময় পর্যন্ত সিএসইর সবকটি সূচকই নিম্নমুখী ধারায় লেনদেন করছে। প্রধান সূচক সিএএসপিআই ৩৭ পয়েন্ট কমে লেনদেন করছে ১৯ হাজার ৩৪২ পয়েন্টে।

এসআর/এমসি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে স্বর্ণের দামে সর্বোচ্চ রেকর্ড
কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু, সরানো হচ্ছে ডিএনসিসি কার্যালয়
বাজারে এল শাওমির নতুন পোকো ফোন
বাঁচানো গেল না সোনিয়াকে, বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের সবার মৃত্যু
X
Fresh