• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ল্যাবএইডের ব্রোকার হাউজকে ১০ লাখ টাকা জরিমানা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ ডিসেম্বর ২০১৭, ১৯:২৩

আইন লঙ্ঘনের দায়ে ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ব্রোকার হাউজ মিরর ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মিরর ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ল্যাবএইড গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান।

আজ মঙ্গলবার অনুষ্ঠিত কমিশনের ৬১৮তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, প্রতিষ্ঠানটির কিছু গ্রাহকের প্রোটফোলিওর তথ্যে গরমিল পাওয়া গেছে। এছাড়া গ্রাহকের অ্যাকাউন্টেও ঘাটতি আছে।

যা সিকিউরিটিজ এবং একচেঞ্জ রুলস এর বিধি লঙ্ঘন করেছে। এ কারণে হাউজটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া আইন লঙ্ঘনের কারণে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কমকর্তা মো. রেজাউল আলমকে ৩ লাখ টাকা জরিমানা করেছে কমিশন।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) ট্রেডহোল্ডার সোহেল সিকিউরিটিজ লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা করেছে কমিশন।

প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গ্রাহকের অ্যাকাউন্টে তথ্য ঘাটতির অভিযোগ আনা হয়েছে।

এসআর/এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পচা মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
পচা-বাসি খাবার রাখার অভিযোগ, রেস্টুরেন্টকে জরিমানা 
আখাউড়ায় ফসলি জমির মাটি উত্তোলন, ২ ব্যবসায়ীকে জরিমানা
আকর্ষণীয় বেতনে ল্যাবএইড হাসপাতালে চাকরি
X
Fresh