• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সূচকের নিম্নমুখী ধারা শেয়ারবাজারে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ ডিসেম্বর ২০১৭, ১৩:২৪

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার মূল্য সূচকে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এদিন শুরুতে উত্থান থাকলেও ২০ মিনিট পর নামতে থাকে প্রধান সূচক। বেলা সোয়া ১টা পর্যন্ত এ বাজারে লেনদেন হয়েছে ৩০৭ কোটি টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এসময় পর্যন্ত লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩৬টির দর বেড়েছে। আর দর কমেছে ১৩৯টির। দর অপরিবর্তিত আছে ৪৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩০০ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৮২ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৭২ পয়েন্টে।

এর আগে গেলো সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৮ পয়েন্ট বা দশমিক ৪৫ শতাংশ বেড়ে ৬ হাজার ৩০৬ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ০৬ পয়েন্ট কমে ১ হাজার ৩৮১ পয়েন্টে অবস্থান করে। তবে ডিএস৩০ সূচক ৯ দশমিক ১০ পয়েন্ট বাড়ে; অবস্থান করে ২ হাজার ২৭০ পয়েন্টে।

ওইদিন ডিএসইতে লেনদেন হয় ৬২০ কোটি ৭০ লাখ টাকা, যা তার আগের দিনের চেয়ে ৫৮ কোটি ৫৩ লাখ টাকা কম।

এদিকে আজ দুপুর সোয়া ১টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১১ কোটি ১৬ লাখ টাকার শেয়ার। সিএসইর সার্বিক সূচক (সিএএসপিআই) ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৪৯৮ পয়েন্টে।

এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২০৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।

এসআর/এ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘রোজার পর সরকারের পতন আন্দোলন জোরদার করতে হবে’
অবশ্যই এই সরকারের পতন ঘটবে : আব্বাস
বিশ্ববাজারে কমে চলেছে সয়াবিনের দাম 
ইন্টারনেট স্পিড সূচকে বাংলাদেশের অবনতি
X
Fresh