• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সবচেয়ে বড় লিথিয়াম ব্যাটারি থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ ডিসেম্বর ২০১৭, ১২:৩০

বিশ্বের সবচেয়ে বড় লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু হয়েছে। দক্ষিণ অস্ট্রেলিয়ায় স্থাপিত এই ব্যাটারি থেকে উৎপাদিত বিদ্যুৎ এখন যোগ হচ্ছে জাতীয় গ্রিডেও। খবর বিবিসির।

শুক্রবার এটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের ক্ষেত্রে এটিকে যুগান্তকারী ঘটনা বলে উল্লেখ করা হচ্ছে।

খবরে বলা হয়, আমেরিকার কোম্পানি টেসলা ১০০ মেগাওয়াটের ব্যাটারিটি তৈরি করেছে।

কোম্পানিটির প্রধান নির্বাহী ইলন মাস্ক বলেন, বিশ্বের সবচেয়ে বড় লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে বিদ্যুৎ উৎপাদনের মধ্য দিয়ে টেসলা তার প্রতিশ্রুতি পূরণ করেছে।

তিনি জানান, এখান থেকে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হবে তা দিয়ে ৩০ হাজার বাড়ির এক ঘণ্টার চাহিদা মেটানো সম্ভব।

দক্ষিণ অস্ট্রেলিয়ায় সাম্প্রতিক বিদ্যুৎ সঙ্কটের পর এই ব্যাটারিকে এখন বর্তমান জ্বালানি ব্যবস্থায় যুক্ত করা হচ্ছে।

স্থানীয়রা বলছেন, এই ব্যাটারি থেকে বিদ্যুতের উৎপাদন একটি যুগান্তকারী ঘটনা। এর ফলে বিদ্যুতের সঙ্কট মেটানো সম্ভব।

গেলো বছর অস্ট্রেলিয়ার এই রাজ্যে বড় রকমের বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটে।

গরম আবহাওয়ার কারণে বিদ্যুতের চাহিদা মেটাতে গেলো মঙ্গলবারই এ ব্যাটারি থেকে স্বল্প মাত্রায় বিদ্যুৎ উৎপাদন করা হয়।

এসআর/এ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অষ্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ট্রাকচালকের মৃত্যু 
বাঁচানো গেল না সোনিয়াকে, বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের সবার মৃত্যু
নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক নিহত
মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
X
Fresh