• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

লভ্যাংশ দিচ্ছে না তাল্লু-বঙ্গজ-মিথুন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ নভেম্বর ২০১৭, ১৩:২১

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির পরিচালনা পর্ষদ তাদের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের সুপারিশ করতে ব্যর্থ হয়েছে। তারা ২০১৭ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।

আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তাল্লু স্পিনিং মিলস লিমিটেড:

৩০ জুন শেষ হওয়া বছরে তাল্লু স্পিনিংয়ের শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ১২ পয়সা। গেলো বছরে যা ছিল লোকসানে ৬১ পয়সা।

একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৩ টাকা ১০ পয়সা। গেলো বছর এই এনএভি ছিল ১৪ টাকা ২২ পয়সা।

পরিচালনা পর্ষদ ঘোষিত ‘নো ডিভিডেন্ড’ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ ডিসেম্বর।

মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড:

৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে মিথুন নিটিংয়ের শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮৪ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৯৯ পয়সা।

গেলো বছর কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফায় ছিল ২ টাকা ১৫ পয়সা।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ সময়ের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করেনি। এই সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ ডিসেম্বর।

বঙ্গজ লিমিটেড:

জেড ক্যাটাগরির কোম্পানি বঙ্গজ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করেনি। ৩০ জুন, ২০১৭ শেষ হওয়া হিসাব বছরে কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান দেখিয়েছে ৬২ পয়সা। গেলো বছর যা ছিল ৩৮ পয়সা লোকসানে।

শেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২২ টাকা ১৩ পয়সা।

এসআর/এ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মার্কেন্টাইল ব্যাংকের নগদ লভ্যাংশ ঘোষণা
ট্রেনের টিকিট : একদিনে গ্রাহকের ৪০ কোটি টাকা লোকসান
লোকসান এড়াতে সোনামসজিদ দিয়ে আলু আমদানি বন্ধ
এক বছরে রেলের লোকসান ১৫২৪ কোটি
X
Fresh