• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

১৮৭ পণ্যে আমদানি শুল্ক কমালো চীন

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৫ নভেম্বর ২০১৭, ১৮:১২

ভোক্তা চাহিদা বাড়াতে বিপুল পরিমাণ পণ্যের আমদানি শুল্ক কমিয়েছে চীন। আগামী ডিসেম্বর থেকে নতুন মূল্য তালিকা কার্যকর হবে।

এতে করে চীনের ক্রেতারা গুণগতমানসম্পন্ন এবং স্থানীয় বাজারে তৈরি হয় না এমন পণ্যগুলো আরো সাশ্রয়ী মূল্যে কিনতে পারবেন।

শুক্রবার চীনের অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মোট ১৮৭ ধরনের পণ্যে আমদানি শুল্ক কমবে। এসব পণ্যে বিদ্যমান গড় শুল্ক ১৭ দশমিক ৩ শতাংশ থেকে কমিয়ে ৭ দশমিক ৭ শতাংশে নামিয়ে আনা হবে।

আমদানি শুল্ক কমানো পণ্যের মধ্যে শিশুদের ডায়াপার থেকে শুরু করে হুইস্কির মতো পণ্যও রয়েছে।

আমদানি বাড়াতে পর্যাপ্ত পদক্ষেপ না নেয়ায় বহুদিন ধরেই সমালোচনার মধ্যে রয়েছে চীন। এর ওপর নতুন মেয়াদে দায়িত্ব নেয়া দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে চাহিদা মেটানোর পাশাপাশি বিশ্বের বৃহত্তম এ ভোক্তা বাজারে সেরা মানের পণ্য নিয়ে আসার তাগিদ দিয়েছেন।

মূলত এসব কারণেই দেশটি আমদানি শুল্ক হ্রাসের এ উদ্যোগ নিয়েছে বলে মনে করা হচ্ছে।

বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশনের (এইচএসবিসি) চিফ ট্রেড ইকোনমিস্ট ডো লিপল্ডট বলেন, কাপড়, দুগ্ধজাত পণ্য, খাবার এবং অন্যান্য ভোগ্যপণ্যে আমদানি শুল্ক কমানোয় দেশীয় উৎপাদনকারীদের মধ্যে প্রতিযোগিতা বাড়বে। যার ফলে দীর্ঘ মেয়াদে চীনের অর্থনীতি ও ভোক্তারা সুবিধা পাবেন।

এসআর/এ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিএনসিসির সঙ্গে চীনের আনহুই প্রদেশের সমঝোতা স্মারক সই
বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি ও যাত্রী পারাপার বন্ধ
ঢাকা সফরে আসছে চীনের দুই প্রতিনিধিদল
যুক্তরাষ্ট্রের তুলায় উৎপাদিত পোশাকের শুল্কমুক্ত বাজার সুবিধা চায় ঢাকা
X
Fresh