• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

চলছে আয়কর সপ্তাহ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ নভেম্বর ২০১৭, ১৭:৩৯

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়োজনে সারাদেশের বিভিন্ন কর অঞ্চলে শুরু হয়েছে ‘আয়কর সপ্তাহ-২০১৭’।

গতকাল ২৪ নভেম্বর শুক্রবার সেগুনবাগিচায় কচি কাচার মেলা প্রাঙ্গণে এর উদ্বোধন করেন জনপ্রশাসন সচিব মো. মোজাম্মেল হক খান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

আয়কর সপ্তাহের আজ দ্বিতীয় দিন। এটি চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। এদিন পালিত হবে ‘ট্যাক্স ডে’ বা কর দিবস।

কর মেলার মতো আয়কর সপ্তাহেও করদাতারা তাদের রিটার্ন জমা দিতে পারছেন।

ঢাকার ১৭টি কর অঞ্চল এবং চট্টগ্রাম, গাজীপুর, বগুড়া, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশালসহ মোট ৩১টি কর অঞ্চলে সপ্তাহব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, আয়কর সপ্তাহ সার্থক হবে তখনই, যখন প্রত্যেক করদাতা এখানে হাসিমুখে সুন্দর পরিবেশে আয়কর রিটার্ন দিতে পারবেন। রিটার্ন দাখিল করে তারা যেন বলতে পারেন, গতবারের চেয়ে এবারের ব্যবস্থাপনা ভালো হয়েছে। সেজন্য বিভিন্ন কর অঞ্চলের মধ্যে প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে। করদাতাদের জন্য স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে বলা হয়েছে।

দ্বিতীয়বারের মতো শুরু আয়কর সপ্তাহ প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

এর আগে ১ থেকে ৭ নভেম্বর দেশব্যাপী আয়কর মেলা ও ১২ থেকে ২৩ নভেম্বর ‘বিকেন্দ্রীকৃত আয়কর মেলার’ মাধ্যমে করদাতাদের রিটার্ন জমা নেয়া হয়।

এসআর/জেবি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাল শুরু হচ্ছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী
সপ্তাহে ২ দিন ছুটিসহ নিয়োগ দিচ্ছে ইউএস-বাংলা
গাজায় এক সপ্তাহে শতাধিক ত্রাণকর্মী নিহত
সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকার সড়কে তীব্র যানজট
X
Fresh