• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

শোকজের জবাব ৩ কোম্পানির

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ নভেম্বর ২০১৭, ১৫:০৪

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দরবৃদ্ধি পেয়েছে বলে মনে করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আর তার কারণ জানতে কোম্পানিগুলোর কাছে শোকজ নোটিশ পাঠায় এ নিয়ন্ত্রক সংস্থা।

কোম্পানিগুলো হলো জুট স্পিনিং, আইসিবি ইসলামী ব্যাংক ও নর্দান জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।

আজ বৃহস্পতিবার ডিএসইর ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

তবে ডিএসইর ওই শোকজের জবাব দিয়েছে কোম্পানিগুলো। তারা বলছে, তাদের শেয়ারের দরবৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার পর্যন্ত পাট খাতের কোম্পানি জুট স্পিনার্সের শেয়ার দর বেড়েছে নয় দশমিক ৬৬ শতাংশ। গত ১০ কার্যদিবসে জেড ক্যাটগরির শেয়ারটির দর বেড়েছে ৪৯ শতাংশ।

কোম্পানিটি সর্বশেষ আড়াই শতাংশ লভ্যাংশ দিয়েছিল ২০১২ সালে। ২০১৭ সালের জুন শেষে ১০ টাকার প্রতিটি শেয়ারে কোম্পানিটির লোকসান দেখিয়েছে ৪৯ টাকা।

স্বল্প মূলধনি কোম্পানিটি প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) লোকসান করেছে চার টাকার বেশি। প্রতিটি শেয়ারের বিপরীতে প্রকৃত সম্পদ মূল্য -(২০০) টাকা। তবু বেড়েই চলেছে এ শেয়ারের দর।

নর্দান জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড শেয়ারবাজারে ‘বি’ ক্যাটাগরির কোম্পানি। গেলো ১৩ নভেম্বর থেকে কোম্পানিটির দর টানা বেড়েছে। মাত্র ১৫ কার্যদিবসে কোম্পানিটির দর বেড়েছে প্রায় ১০০ টাকা।

আজ বৃহস্পতিবার নর্দানের শেয়ারদর এক দশমিক ৮৫ শতাংশ বেড়ে লেনদেন হচ্ছে।

এদিকে আইসিবি ইসলামী ব্যাংক লোকসানে থাকা সত্ত্বেও কোম্পানিটির দর টানা বাড়তে দেখা যায়। গেলো ১২ নভেম্বর থেকে কোম্পানিটির দর প্রায় ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এ নিয়ে তিন দিন আগেও কোম্পানিটি জানায়, এর পেছনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।

১৩ নভেম্বর প্রতিষ্ঠানটির শেয়ারদর ছিল ৫ টাকা ১০ পয়সা। গতকাল বুধবার ৭ টাকা ৪০ পয়সায় উন্নীত হয়।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ডিপজলকে শোকজ
ইরানের হামলার জবাব কীভাবে দেবে ইসরায়েল, জানাল যুক্তরাষ্ট্র
ইসরায়েলি হামলার সেকেন্ডের মধ্যে জবাব দিতে প্রস্তুত ইরান
ইরানের হামলার জবাব যেভাবে দিতে পারে ইসরায়েল!
X
Fresh