• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

শেয়ারবাজারে দরবৃদ্ধিতে ‘পচা’ কোম্পানির দাপট

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ নভেম্বর ২০১৭, ১৯:৩৪

গত কয়েকদিন ধরে শেয়ারবাজারে সূচকের সঙ্গে বেড়ে চলেছে লেনদেনও। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ৬ হাজারের গণ্ডি পার করে নতুন গন্তব্যে ছুটছে। তবে বাজার বিশ্লেষণে দেখা যাচ্ছে, এ বাজারে ‘জেড’ ক্যাটাগরির কিছু প্রতিষ্ঠানের দাপট চরমে।

বছরের পর বছর লভ্যাংশ না দেওয়া জেড ক্যাটগরির ও দুর্বল মৌলভিত্তির বেশ কয়েকটি শেয়ার দরবৃদ্ধির শীর্ষ তালিকা দখল করেছে।

এগুলোর মধ্যে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরবৃদ্ধির শীর্ষে রয়েছে সাভার রিফ্র্যাকটরিজ; শেয়ারটির দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে।

গত পাঁচ মাসে জেড ক্যাটাগরির এই কোম্পানির শেয়ারের দর প্রায় তিনগুণ বেড়ে ‘অতিমূল্যায়িত’ হয়ে পড়েছে। ১৭ কার্যদিবসে শেয়ারটির দর ৯৩ শতাংশ বেড়ে বৃহস্পতিবার ১৫৫ টাকা ৪০ পয়সায় উঠেছে।

স্বল্প মূলধনি কোম্পানি সাভার রিফ্র্যাকটরিজ প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী, ১০ টাকার প্রতিটি শেয়ারে কোম্পানিটির ২১ পয়সা লোকসান হয়েছে।

এদিকে কোম্পানিটির এই দরবৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে নিয়ন্ত্রক সংস্থা। কেন দর বাড়ছে তা জানতে চাওয়া হলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, এর পেছনে তাদের কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।

আজ বুধবার ডিএসইতে দর বৃদ্ধিতে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে সাভার রিফ্যাকটরিজের পরেই আছে যথাক্রমে মুন্নু সিরামিক, পেনিনসুলা, সমতা লেদার, জুট স্পিনিং, শ্যামপুর সুগার, ইস্টার্ন ক্যাবল, সামিট অ্যালায়েন্স পোর্ট, নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং ও জিবিবি পাওয়ার।

এর মধ্যে চার কোম্পানিই জেড গ্রুপের। সাধারণত কোনো কোম্পানি বছর শেষে শেয়ারহোল্ডারকে লভ্যাংশ না দিতে পারলে ওই কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হয়।

ডিএসইর তথ্য অনুযায়ী, আজ ঢাকার বাজারে জেড ক্যাটাগরির কোম্পানি সমতা লেদারের ৯ দশমিক ৮২ শতাংশ, জুট স্পিনিংয়ের ৯ দশমিক ৬৬ শতাংশ দর বৃদ্ধি পেয়েছে। এছাড়া দরবৃদ্ধিতে শীর্ষে থাকা ৬ নম্বর কোম্পানি শ্যামপুর সুগারের দর বেড়েছে ৮ দশমিক ৮৮ শতাংশ।

‘পচা’ কোম্পানির এমন দাপটের দিনে লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৮৯ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুইটি মূল্যসূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় প্রায় ২ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৭০ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ সূচক প্রায় ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৯ পয়েন্টে।

তবে সূচক বাড়লেও এদিন ঢাকার বাজারে কমেছে লেনদেন। আজ ডিএসইতে ৮৯৮ কোটি ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ১৯৩ কোটি ৮৯ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে এক হাজার ৯১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৭টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির শেয়ার দর।

অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪৪ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেয়ারবাজারের পতন ঠেকাতে নতুন নিয়ম চালু
বেপরোয়া বাইকারদের দাপটে অতিষ্ঠ রাজধানীবাসী
বরিশালের দাপটে ধুঁকছে রংপুর
কবে থেকে শীত আরও বাড়বে, জানাল আবহাওয়া অফিস
X
Fresh