• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

বিনিয়োগকারীদের হতাশ করলো তারা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ নভেম্বর ২০১৭, ১৩:০৬

শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ না করে হতাশ করেছে চার কোম্পানির পরিচালনা পর্ষদ। কোম্পানিগুলো হলো ঢাকা ডাইং, বিডিওয়েল্ডিং, ইউনাইটেড এয়ার ও ইনফরমেশন সার্ভিস টেকনোলজি।

আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, এই চার কোম্পানির পরিচালনা পর্ষদ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।

অর্থাৎ তারা এ বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না।

কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন থেকে জানা যায়, ৩০ জুন শেষে ঢাকা ডাইং শেয়ার প্রতি লোকসান দেখিয়েছে ৩ টাকা ৯৬ পয়সা। আগের বছর এই লোকসান ছিল ৩ টাকা ৩৬ টাকা।

বিডি ওয়েল্ডিং দেখিয়েছে, এ সময়ে তারা লোকসান থেকে মুনাফায় ফিরেছে। জুন শেষ বছরে তাদের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৫ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য হয়েছে ১২ টাকা ৪ পয়সা।

এর আগের বছর কোম্পানিটি শেয়ার প্রতি লোকসানে ছিল ৩ টাকা ১৩ পয়সা।

৩০ জুন শেষ হওয়া হিসাব বছরে ইউনাইটেড এয়ার কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। এ সময়ে কোম্পানিটি তাদের প্রতিবেদনে লোকসান দেখিয়েছে। কোম্পানিটির বর্তমানে শেয়ার প্রতি লোকসানে ১ টাকা ৬৬ পয়সা।

ইনফরমেশন সার্ভিস টেকনোলজি শেয়ার প্রতি লোকসান দেখিয়েছে ৫২ পয়সা।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মার্কেন্টাইল ব্যাংকের নগদ লভ্যাংশ ঘোষণা
বিশ্বকাপের দেড় মাস আগে হতাশার গল্প শোনালেন শান্ত
নিজের সিনেমার বেহাল দশা দেখে হতাশ পূজা চেরি
আসছে ঈদ, নদীতে মাছ না থাকায় হতাশ জেলেরা 
X
Fresh