• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ডিএসইতে লেনদেন ছাড়ালো হাজার কোটি টাকা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ নভেম্বর ২০১৭, ১৪:২২

দেশের শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দুই শেয়ারবাজারেই সূচকের সঙ্গে লেনদেন বাড়তে দেখা যাচ্ছে।

এদিন দুপুর দুইটার দিকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দেখা যায়, এ বাজারে সবকটি সূচকই ঊর্ধ্বমুখী। সূচকের সঙ্গে লেনদেন বেড়েছে। এসময় পর্যন্ত লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে। লেনদেন অবস্থান করছে এক হাজার ১০ কোটি টাকায়।

এসময় ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৩৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৫০ পয়েন্টে অবস্থান করছে। গতকাল সোমবার এই বাজারে সূচক শেষ হয় ৬ হাজার ২১৬ পয়েন্টে। এদিন লেনদেন ছিল ৯০৩ কোটি টাকার কিছু বেশি।

আজ দুপুর সোয়া দুইটা পর্যন্ত শরীয়া সূচক ডিএসইএস বেড়েছে প্রায় ১৩ পয়েন্ট, ডিএস-৩০ সূচক বেড়েছ প্রায় ১৬ পয়েন্ট।

এসময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে দর বেড়েছে ১২৯টির, দর কমেছে ১৫৯টির ও দর অপরিবর্তিত আছে ৪০টি কোম্পানির।

এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দেখা যায়, প্রধান সূচক ১০৪ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৩৭০ পয়েন্টে অবস্থান করছে। এ বাজারে সবকটি সূচক ঊর্ধ্বমুখী রয়েছে।

দুপুর সোয়া দুইটা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৬৫ কোটি টাকা।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিপুণের অর্থ লেনদেনের অডিও ফাঁস
মোবাইলে এক মাসে ১ লাখ ৩০ হাজার কোটি টাকা লেনদেন
চীনের সঙ্গে সরাসরি লেনদেনে যাচ্ছে বাংলাদেশ
মোবাইলে প্রতিদিন ৪ হাজার ১৭৫ কোটি টাকা লেনদেন
X
Fresh