• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মেঘনা পেট্রোলিয়ামের ১১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ নভেম্বর ২০১৭, ১৩:৫৭

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

অর্থাৎ কোম্পানিটি শেয়ারহোল্ডারদের প্রতি ১০ টাকার শেয়ারে ১১ টাকা মুনাফা দেবে।

আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৭ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ সুপারিশ করা হয়।

কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ টাকা ২৮ পয়সা। গেলো বছর যা ছিল ১৭ টাকা ১০ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৯১ টাকা ৩৫ পয়সা।

আগামী ২০ জানুয়ারি ২০১৮ সালে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।

এদিকে লভ্যাংশ ঘোষণার পর আজ দুপুর ২টার দিকে দেখা যায়, ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ২ দশমিক ৩১ শতাংশ বেড়ে ১৯৯ টাকা ৪০ পয়সায় লেনদেন করছে।

উল্লেখ্য, এ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেঘনায় ট্রলারডুবি : দ্বিতীয় দিনের উদ্ধার কার্যক্রম শুরু 
মেঘনা গ্রুপে নিয়োগ, আবেদন অনলাইনে
মেঘনায় ট্রলারডুবি : নিখোঁজ মা-মেয়ের মরদেহ উদ্ধার
মেঘনায় ট্রলারডুবি : ধাক্কা দেওয়া বাল্কহেড জব্দ, আটক ৩
X
Fresh