• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঊর্ধ্বমুখী ধারায় চলছে লেনদেন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ নভেম্বর ২০১৭, ১৩:০২

সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ মঙ্গলবারও দেশের শেয়ারবাজারে চাঙ্গাভাব অব্যাহত আছে। ঊর্ধ্বমুখী ধারায় লেনদেন চলছে দুই স্টক এক্সচেঞ্জে।

বাজার বিশ্লেষণে জানা যায়, প্রায় আড়াই ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৩৬৭ কোটি টাকা। এ সময় পর্যন্ত ঢাকা বাজারের সবকটি সূচকই গতকালের মতো ঊর্ধ্বমুখী রয়েছে।
পৌনে একটার দিকে ডিএসইর প্রধান সূচকের গতি আরো বেড়েছে। এ সময় ডিএসইএক্স সূচকটি ছয় হাজার ১৩৪ পয়েন্টে অবস্থান করছে। গতকাল সূচকটি শেষ হয় ছয় হাজার ১০৪ পয়েন্টে।

এ সময়ে এ বাজারে ১৩২টি কোম্পানির দর বেড়েছে। অন্যদিকে দর কমেছে ১৩৪টির, আর অপরিবর্তিত আছে ৫৪টির।

ডিএসইতে এখন পর্যন্ত লেনদেনের শীর্ষে অবস্থান করছে সিটি ব্যাংক। এরপরে আছে শাহজালাল ব্যাংক, বিবিএস ক্যাবলস, ইফাদ অটোস, লংকাবাংলা ফিন্যান্স ও স্কয়ার ফার্মা।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দুপুর পর্যন্ত প্রধান সূচক সিএএসপিআই ৬৬ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৯৯৮ পয়েন্টে অবস্থান করছে।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চীনের সঙ্গে সরাসরি লেনদেনে যাচ্ছে বাংলাদেশ
মোবাইলে প্রতিদিন ৪ হাজার ১৭৫ কোটি টাকা লেনদেন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৬ মার্চ)
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৫ মার্চ)
X
Fresh