• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

কোড অব কন্ডাক্ট মানতে হবে সব ব্যাংককে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ নভেম্বর ২০১৭, ১৯:৫২

নতুন বছর থেকে বাংলাদেশ ব্যাংকের তৈরি করা গাইডলাইন্সের কোড অব কন্ডাক্ট মানতে হবে দেশের সব ব্যাংককে। এর আগে সব ব্যাংককে নিজ নিজ প্রতিষ্ঠানের জন্য নিজস্ব কোড অব কন্ডাক্ট প্রণয়ন করতে হবে।

আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ নির্দেশনা জারি করা হয়েছে।

রূপকল্প-২০২১ অনুযায়ী একটি সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয়ে সরকার জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করেছে। ব্যাংক ও আর্থিক খাতে এ শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের লক্ষ্যে এ কোড অব কন্ডাক্ট মেনে চলার নির্দেশনা জারি করা হলো।

সার্কুলারটি সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়, চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের সব তফসিলি ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের তৈরি করা গাইডলাইন্সের আলোকে নিজ নিজ প্রতিষ্ঠানের জন্য কোড অব কন্ডাক্ট প্রণয়ন করতে হবে।

আগামী ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে ব্যাংকগুলোর দৈনন্দিন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ওই কোড অব কন্ডাক্ট যথাযথভাবে পরিপালন করতে হবে।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
কুকি-চিনের হাতে অপহৃত সেই ব্যাংক ম্যানেজারকে বদলি
সুপার লিগ নিশ্চিত শাইনপুকুর ও প্রাইম ব্যাংকের
নেসলের শিশুখাদ্য নিয়ে ভয়াবহ তথ্য
X
Fresh