• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

নতুন বছর থেকে ১৫০ কোটি ডলার করে ঋণ দেবে এডিবি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ নভেম্বর ২০১৭, ১৯:১৫

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) বাংলাদেশকে আগামী পাঁচ বছরে আট বিলিয়ন বা ৮০০ কোটি ডলারের ঋণ সহায়তা দেবে। আজ সোমবার সচিবালয়ে ব্যাংকটির দক্ষিণ এশীয় বিভাগের মহাপরিচালক হান কিম সাংবাদিকদের একথা জানান।

এর আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে হান কিমের নেতৃত্বে এডিবির ছয় সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে।

ওই দলে বাংলাদেশে নবনিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশও ছিলেন।

এডিবির মহাপরিচালক বলেন, এডিবি বাংলাদেশকে প্রতিবছর ১০০ কোটি ডলার করে ঋণ সহায়তা দিয়ে আসছে। তবে বাংলাদেশের অর্থনীতি এখন অনেক বড় হয়েছে। সেক্ষেত্রে আগামী বছর থেকে বাংলাদেশকে ১৫০ কোটি ডলার করে ঋণ সহায়তা দেওয়া হবে।

এসময় হান কিম ২০২১ সাল পর্যন্ত আগামী পাঁচ বছরের রোডম্যাপ তুলে ধরেন।

তিনি জানান, এই পাঁচ বছরে বাংলাদেশকে ৮০০ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দেবে এডিবি।

তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সহায়তা চাইলে এডিবি তা দেবে। এক্ষেত্রে এডিবি বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৮ মাসেই ২০৩ কোটি ডলার বিদেশি ঋণ পরিশোধ
ঋণ করে খাবার কিনছেন দেশের ৪ কোটি মানুষ
বিদেশি ঋণ এখন ১০০ বিলিয়ন ডলারেরও বেশি
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন সুইডেনের রাজকুমারী
X
Fresh