• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মূল কাজের অনুমতি পেলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ নভেম্বর ২০১৭, ১৩:৪৪

নকশা ও নির্মাণকাজের আনুষ্ঠানিক অনুমতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প। শনিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. দিলীপ কুমার সাহার কাছে এই অনুমতিপত্র তুলে দেয়া হয়।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) চেয়ারম্যান ড. নঈম চৌধুরী এ অনুমতিপত্র হস্তান্তর করেন।

আগামী ৩০ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবনার ঈশ্বরদীতে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার দুই ইউনিটের এই বিদ্যুৎকেন্দ্রের মূল পর্বের উদ্বোধন করবেন।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, এ লাইসেন্সের মাধ্যমেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল কাজ শুরু হবে। বাংলাদেশ আজ থেকেই পরমাণু থেকে বিদ্যুৎ উৎপাদনের দেশসমূহের ক্লাবে প্রবেশ করলো।

প্রথম পর্বের মধ্যে থাকবে পারমাণবিক চুল্লি বসানোর কাজ।

মন্ত্রী আরো বলেন, এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণে নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। এটি আমাদের জাতীয় আত্মবিশ্বাসও বাড়াবে বলে বিশ্বাস করি।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর আগ্রহ, উদ্যোগ, সাহস এবং দূরদর্শী সিদ্ধান্তের কারণে এটি সম্ভব হচ্ছে।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় বাণিজ্যিক জাহাজ
যুক্তরাজ্যে পারমাণবিক অস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
সক্ষমতার নতুন ধাপে বাংলাদেশ
X
Fresh