• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

কোহিনুর কেমিক্যালের ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ নভেম্বর ২০১৭, ১২:১৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি কোহিনুর কেমিক্যাল লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস শেয়ার।

আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ৪ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৯ টাকা ৭৯ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৫ টাকা ৪৬ পয়সা, যা ২০১৬ সালের ৩০ জুন শেষে ছিল ৩৪ টাকা ২৫ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১৪ ডিসেম্বর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh