• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সারাদেশে আয়কর মেলা শুরু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ নভেম্বর ২০১৭, ১৮:১৪

উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জ, দিনাজপুর, বাগেরহাট, নওগাঁ, লক্ষ্মীপুরসহ সারাদেশে জাতীয় আয়কর মেলা শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ আয়কর কার্যালয় প্রাঙ্গণে ‘সুখী স্বদেশ গড়তে ভাই, আয়করের বিকল্প নাই’- স্লোগানকে সামনে রেখে পাঁচ দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান মেলার উদ্বোধন করেন।

নিমনগর বালুবাড়ীর দিনাজপুর উপ-কর কমিশনার কার্যালয় প্রাঙ্গণে বৃহস্পতিবার ‘উন্নয়নের অক্সিজেন রাজস্ব, জনকল্যাণে রাজস্ব’- স্লোগানকে সামনে রেখে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। হাজি মোহাম্মদ দানেশ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেম মেলার উদ্বোধন করেন।

বাগেরহাটের জেলা পরিষদ অডিটোরিয়ামে ‘উদ্ভাবনে বাড়বে কর, দেশ হবে স্বনির্ভর’- স্লোগানকে সামনে রেখে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এদিন সকালে নওগাঁয় চার দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। নওগাঁ সদর আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক স্থানীয় একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন।

লক্ষ্মীপুরের বাগবাড়ীর কর কমিশন কার্যালয়ে বৃহস্পতিবার সকালে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শাহজাহান।

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে প্রাণিসম্পদ মেলা অনুষ্ঠিত
মেলার চাঁদা নিয়ে বিরোধ, মাদরাসাছাত্রকে ছুরিকাঘাতে হত্যা
ধনবাড়ীতে মেলাকে কেন্দ্র করে চলছে অশ্লীল নৃত্য
নোয়াখালীতে ছাত্রলীগের মিলনমেলা অনুষ্ঠিত
X
Fresh