• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

অক্টোবরে রেমিটেন্স বেড়েছে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ নভেম্বর ২০১৭, ১৯:৫৯

প্রবাসীদের দেশে পাঠানো টাকায় আবারো গতি এসেছে। চলতি অর্থবছরের অক্টোবর মাসে রেমিটেন্স বেড়েছে। এ মাসে রেমিটেন্স এসেছে ১১৫ কোটি ৯০ লাখ ডলার; যা সেপ্টেম্বর মাসের চেয়ে ৩০ কোটি ডলার বেশি।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরে রেমিটেন্স প্রবাহে নেতিবাচক থাকার পর হঠাৎ এক লাফে ৩০ কোটি ডলার বেড়েছে। এটা নিঃসন্দেহে ইতিবাচক। এতে করে রেমিটেন্সের সুদিন ফিরে আসছে বলে মনে করেন তারা।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বলেন, বাংলাদেশ ব্যাংক বেশ কিছুদিন ধরে প্রবাসী আয় বাড়ানোর জন্য উদ্যোগ নিয়েছে। তারই সুফল আসতে শুরু করেছে।

আগামীতে প্রবাসী আয় আরো বাড়বে বলে মনে করেন তিনি।

প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইতে ১১১ কোটি ৫৫ লাখ ডলার ও আগস্টে ১৪১ কোটি ৮৫ লাখ ডলারের রেমিটেন্স আসে। তবে সেপ্টেম্বরে রেমিটেন্স আসে মাত্র ৮৫ কোটি ৩৭ লাখ ডলার।

অক্টোবরে আবারো গতি পায় রেমিটেন্স প্রবাহ। এ মাসে প্রবাসীরা ১১৫ কোটি ৯০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, অক্টোবর মাসে রাষ্ট্রায়ত্ত ছয় বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ২৮ কোটি ৪৪ লাখ মার্কিন ডলারের রেমিটেন্স এসেছে। এ মাসে বিশেষায়িত খাতের ব্যাংক দুটির মাধ্যমে এসেছে ১ কোটি ৫ লাখ ডলার।

তথ্যে আরো দেখা যায়, বেসরকারি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে অক্টোবরে ৮৫ কোটি ১১ লাখ ডলারের রেমিটেন্স দেশে এসেছে। আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে এক কোটি ৩০ লাখ ডলার।

এমসি/এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৪ এপ্রিল)
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৩ এপ্রিল)
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২২ এপ্রিল)
১৯ দিনে প্রবাসী আয় ১৪ হাজার কোটি টাকা
X
Fresh