• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

৫০ কোটি টাকার বন্ড ছাড়বে প্যারামাউন্ট টেক্সটাইল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩১ অক্টোবর ২০১৭, ১৮:৫৩

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের ৫০ কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি)।

আজ মঙ্গলবার বিএসইসির সভায় এই অনুমোদন দেওয়া হয়।

বিএসইসি সূত্রে জানা গেছে, চার বছরমেয়াদী বন্ডটি শেয়ারে রূপান্তর হবে না। এটি তালিকাভুক্ত হবে না এবং নিরাপদ ও সম্পূর্ণ ফেরতযোগ্য হবে।

এটা হবে জিরো কুপনের। অর্থাৎ প্রতি বছর এর জন্য সুদ দেওয়া হবে না। মেয়াদ শেষে সুদ পাবেন বিনিয়োগকারীরা।

বন্ডটি শুধু ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, কর্পোরেট হাউজ, ইন্স্যুরেন্স, অ্যাসেট ম্যানেজমেন্ট ফার্ম, মিউচ্যুয়াল ফান্ড, মার্চেন্ট ব্যাংক ও উচ্চ সম্পদশালী বিনিয়োগকারীরা কিনতে পারবে।

এটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে কেনা যাবে। বন্ডটির অভিহিত মূল্য এক কোটি টাকা।

এই বন্ডের ট্রাস্টি ও ম্যান্ডেটেড লিড অ্যারেঞ্জার হিসাবে যথাক্রমে আইডিএলসি ইনভেস্টমেন্ট ও আইডিএলসি ফিন্যান্স লিমিটেড দায়িত্ব পালন করছে।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেক্সিমকোর ২৬২৫ কোটি টাকার জিরো কুপন বন্ড অনুমোদন
১৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করছে বেক্সিমকো
বন্ড দিয়ে ৯ ব্যাংক থেকে ২২৫৩ কোটি টাকা সংগ্রহ সরকারের
সুপ্রিম কোর্টের রায়ে নির্বাচনের আগে বড় ধাক্কা খেলেন মোদি
X
Fresh