• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বেঙ্গল উইন্ডসরের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ অক্টোবর ২০১৭, ১৩:৪৫

শেয়ারবাজারে তালিকাভুক্ত বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিকস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের সুপারিশ করেছে। ৩০ জুন, ২০১৭ শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই স্টক লভ্যাংশ।

আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৮৫ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৬ টাকা ২৮ পয়সা। গেলো বছর যা ছিল ২৫ টাকা ৪৪ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার সময় ও স্থান পরে জানানো হবে। লভ্যাংশের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ নভেম্বর, ২০১৭।

উল্লেখ্য, কোম্পানিটি ২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এটি দেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী বেঙ্গল গ্রুপের একটি প্রতিষ্ঠান।

প্রকৌশল খাতের এ কোম্পানিটি পোশাক খাতের জন্য হ্যাঙ্গার ও এক্সেসরিস তৈরি করে রপ্তানি করে থাকে।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাকা ভাগাভাগি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, নিহত ১ 
গ্লোবাল এন্টারপ্রেনারশিপ বুটক্যাম্পে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলেন আস্থা গ্রুপের সিইও
গোপালগঞ্জে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ৪০
মুন্সীগঞ্জে আ.লীগের ২ গ্রুপের সংঘর্ষে গুলি, নিহত ১
X
Fresh