• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চার কোম্পানির কাছে শেয়ার বেচল স্যামসাং

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৯ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৪৮

মূল ব্যবসায় বিনিয়োগ বাড়াতে চার কোম্পানির কাছে শেয়ার বিক্রি করল স্যামসাং। সোমবার বিবিসি জানিয়েছে, ওই চার কোম্পানির কাছ থেকে ৮৮৮.৯ মিলিয়ন মার্কিন ডলারের বেশি সংগ্রহ করেছে দক্ষিণ কোরীয় টেক জায়ান্ট।

সম্প্রতি ব্যাটারিতে ত্রুটির কারণে ফ্লাগশিপ গ্যালাক্সি নোট ৭-এ আগুন ধরার খবর বের হয়। সঙ্গে সঙ্গে তা প্রত্যাহার করতে শুরু করে স্যামসাং। এরপরই শেয়ার বিক্রি করল কোম্পানিটি।

বিশ্লেষকরা বলছেন, ফ্লাগশিপ গ্যালাক্সি নোট ৭ প্রত্যাহার করতে কোম্পানিটির খরচ পড়বে এক বিলিয়ন ডলারেরও বেশি।

বিবিসি আরো জানায়, ডাচ সেমিকন্ডাক্টর ফার্ম এএসএমএল, জাপানের শার্প, যুক্তরাষ্ট্রের ‍চিপ নির্মাতা রাম্বুস এবং একই দেশের হার্ড ড্রাইভ উৎপাদকারী সিগেট-এর কাছে এসব শেয়ার বিক্রি করেছে স্যামসাং।

কোম্পানিটি বলছে, অর্ধেক এএসএমএল-এর কাছে, সিগেট-এর কাছে ৪.২ শতাংশ শেয়ার বিক্রি করা হয়েছে। আর রাম্বুস ৪.৫ শতাংশ এবং শার্প ০.৭ শতাংশ শেয়ার কিনেছে।

গেল শুক্রবার গ্যালাক্সি নোট ৭ প্রত্যাহারের আনুষ্ঠানিক আদেশ দেয় যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রকরা।

স্যামসাংয়ের বিবৃতি অনুযায়ী, বিশ্বব্যাপী ২.৫ মিলিয়ন গ্যালাক্সি নোট ৭-এ ত্রুটি রয়েছে। শুধু যুক্তরাষ্ট্রেই ১ মিলিয়ন।

ডিএইচ/

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh