• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘আগামী বছর ভারত থেকে আসবে ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ অক্টোবর ২০১৭, ১৯:২৯

ভারতের বহরামপুর, বাংলাদেশের ভেড়ামারা, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও ভারতের ত্রিপুরার মধ্যে বিদ্যুৎ সঞ্চালনের লাইনটির কাজ শিগগির শেষ হবে। এর ফলে আগামী বছরে বাংলাদেশকে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া সম্ভব হবে। জানালেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

আজ বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসি’বি) আন্তর্জাতিক কন-এক্সপো, সেফটি, ওয়াটার, সোলার, পাওয়ার ও রিয়েল এস্টেট প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

শ্রিংলা বলেন, বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বাড়াতে ভারত বহু দিন ধরে কাজ করছে। এর ফলেই গত কয়েক বছরে বিদ্যুৎ খাত বেশ উন্নতি করেছে। আগামীতেও বাংলাদেশের পাশে থাকবে ভারত।

প্রদর্শনীতে বিশ্বের ১৫টি দেশের ২৫০টি প্রতিষ্ঠানের ৩৫০টি স্টল অংশ নেয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান প্রমুখ।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অষ্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ট্রাকচালকের মৃত্যু 
বাঁচানো গেল না সোনিয়াকে, বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের সবার মৃত্যু
নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক নিহত
মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
X
Fresh