• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ অক্টোবর ২০১৭, ১৭:১৯

ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে শেয়ারবাজার। সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। সেইসঙ্গে বেড়েছে মূল্যসূচকও। তবে ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ৩৩ পয়েন্ট। এরইসঙ্গে সূচকটি আজ আবার ৬ হাজারের ঘরে প্রবেশ করে।

ঢাকার বাজারে আজ লেনদেন বেড়েছে ৪৬ কোটি ৭৬ লাখ টাকা। দিন শেষে লেনদেন দাঁড়িয়েছে ৫৮২ কোটি ৮৩ লাখ টাকায়। আগের দিন এ বাজারে ৫৩৬ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭৩টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির শেয়ার দর।

অপরদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৩ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল এই বাজারে প্রায় ১২৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৫৮৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন করেছে ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৫টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ার।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh