• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বেসিক ব্যাংকের নতুন এমডি আউয়াল খান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ অক্টোবর ২০১৭, ১৯:০৯

রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা (এমডি) পরিচালকের দায়িত্ব পেলেন মুহাম্মদ আউয়াল খান। সরকারের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তিন বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দিয়েছে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সোমবার বিকেলে মুহাম্মদ আউয়াল খানের এ নিয়োগপত্রে স্বাক্ষর করেন।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, বেসিক ব্যাংকের এমডি নিয়োগের জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তিনজনের একটি প্যানেল তৈরি করা হয়। এই তিনজনের মধ্য থেকে অর্থমন্ত্রী মুহাম্মদ আউয়াল খানকে নিয়োগ দেয়া হয়েছে।

আউয়াল খান এর আগে বাংলাদেশ কৃষি ব্যাংকের এমডির দায়িত্ব পালন করেন। তিনি ২০১৬ সালের ১৪ নভেম্বর কৃষি ব্যাংকের এমডি পদে যোগ দেন। পরে চলতি বছরের আগস্টে অবসরজনিত ছুটিতে যান।

তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে (রাকাব) এমডির দায়িত্বও পালন করেছিলেন। এমডি হিসেবে পদোন্নতির আগে তিনি ডিএমজি হিসেবে অগ্রণী ব্যাংকে কর্মরত ছিলেন।

১৯৮২ সালে বাংলাদেশ কৃষি ব্যাংকে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয়। মহাব্যবস্থাপক হিসেবে তিনি সোনালী ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকে দায়িত্ব পালন করেন।

আউয়াল খান ১৯৭৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে বিকমসহ (সম্মান) এমকম ডিগ্রি লাভ করেন।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার সিটি ব্যাংকের সঙ্গে একীভূত হচ্ছে বেসিক ব্যাংক
একীভূত হচ্ছে আরও ৩ ব্যাংক 
রাষ্ট্রায়ত্ত চারটিসহ ৯ ব্যাংক রেড জোনে
X
Fresh