• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বিকেলে ৪ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ অক্টোবর ২০১৭, ১৪:০৮

পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আজ বিকেলে অনুষ্ঠিত হবে। সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- রহিম টেক্সটাইল মিলস লিমিটেড, মালেক স্পিনিং মিলস, বিকন ফার্মাসিটিউক্যালস ও এমআই সিমেন্ট লিমিটেড।

সভায় এ চার কোম্পানির ৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

রহিম টেক্সটাইল:

রহিম টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা বিকেল তিনটা ৪৫ মিনিটে হবে। কোম্পানিটি ২০১৬ সালে ৪০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

মালেক স্পিনিং:

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মালেক স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ দুপুর দুইটা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ২০১৬ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

এমআই সিমেন্ট:

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমআই সিমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ২০১৬ সালে ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

বিকন ফার্মাসিউটিক্যালস:

বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা হবে বিকেল তিনটায়। কোম্পানিটি ২০১৬ সালে পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

এছাড়া আজ গ্লাক্সোস্মিথক্লাইন লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং, আইপিডিসি ফিন্যান্স ও সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের পর্ষদ সভা হবে। সভায় কোম্পানিগুলোর তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh