• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

হামিদ ফেব্রিকসের লভ্যাংশ ঘোষণা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ অক্টোবর ২০১৭, ১৩:২২

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি হামিদ ফেব্রিকস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশের সুপারিশ করা হয়েছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, ঘোষিত লভ্যাংশ শুধু সাধারণ শেয়ারহোল্ডাররাই পাবেন। উদ্যোক্তা শেয়ারহোল্ডাররা এবার কোনো লভ্যাংশ নিচ্ছেন না।

আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৯ পয়সা; যা এর আগের বছর ছিল ১ টাকা ১ পয়সা।

কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮ টাকা ৭ পয়সা। আগের বছর যা ছিল ৩৮ টাকা ১ পয়সা।

উল্লেখ, ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh