• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পণ্য পরিবহন ও গ্যাস সঙ্কট কাটেনি: বিজিএমইএ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ অক্টোবর ২০১৭, ১৩:২০

বিদ্যুৎ আর গ্যাস সঙ্কট তো আছেই। তার উপর বন্দর ব্যবস্থাপনা ও পণ্য পরিবহন সঙ্কটও কাটেনি বলে জানিয়েছে পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।

এছাড়া যানজটের কারণে পোশাক কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছে সংগঠনটি।

রাজধানীর কারওয়ান বাজারের বিজিএমইএ ভবনে আয়োজিত ‘পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি’ শীর্ষক সংবাদ সম্মেলনে শুক্রবার সংগঠনটির সভাপতি মো. সিদ্দিকুর রহমান এসব অভিযোগ তুলে ধরেন।

তিনি বলেন, গ্যাস সঙ্কটের কারণে গাজীপুর, আশুলিয়া, সাভার ও কোনাবাড়ি এলাকায় ৩৫০টি পোশাক কারখানা উৎপাদন করতে পারছে না। তবে সরকারের উচ্চপর্যায় মহল থেকে আশ্বস্ত করা হয়েছে, একটি সার কারখানায় সরবরাহ বন্ধ করে পোশাক কারখানায় গ্যাস দেয়া হবে।