• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

জাতীয় আয়কর মেলা শুরু ১ নভেম্বর

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ অক্টোবর ২০১৭, ১৯:৪৬

রাজধানীসহ সারা দেশে আগামী ১ নভেম্বর শুরু হচ্ছে জাতীয় আয়কর মেলা। বিভাগীয় শহরগুলোতে এ মেলা চলবে ৭ নভেম্বর পর্যন্ত। আর জেলা শহরে চার দিন এবং উপজেলা শহরে দুই দিন অনুষ্ঠিত হবে এ মেলা।

মেলা শেষে ৮ নভেম্বর সেরা করদাতাদের সম্মাননা দেবে এনবিআর।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আয়কর মেলার পর ২২ নভেম্বর শুরু হবে কর সপ্তাহ এবং ৩০ নভেম্বর পালিত হবে জাতীয় আয়কর দিবস। ওই তারিখ পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেয়া যাবে। তবে এরপর উপ-কর কমিশনারের কাছে সময় বৃদ্ধির আবেদন এবং জরিমানা দিয়ে রিটার্ন জমা দেয়া যাবে।

কর প্রদানের প্রতি ব্যক্তিশ্রেণির করদাতাদের উৎসাহিত করতে প্রতিবছর আয়কর মেলার আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মেলায় ই-টিআইএন রেজিস্ট্রেশন, ই-পেমেন্ট ও অনলাইনে আয়কর বিবরণী দাখিলসহ কর সংক্রান্ত সব সেবা পাওয়া যায়।

এবার প্রথমবারের মতো বেসরকারি চাকরিজীবীদের রিটার্ন জমা বাধ্যতামূলক করা হয়েছে।

অষ্টমবারের মতো এ মেলার আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে আয়করের ধারণা পৌঁছে দেয়া হবে।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh