• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

রোহিঙ্গাদের সেবা দিলো ইউনাইটেড হসপিটাল

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৭ অক্টোবর ২০১৭, ২১:৩২

মিয়ানমারের সহিংসতা থেকে বাঁচতে বাংলাদেশ পালিয়ে আসা রোহিঙ্গাদের চিকিৎসা সেবা দিয়েছে ইউনাইটেড হসপিটাল। গত ৪ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত এই সেবা দেয় হসপিটালের ডাক্তার ও নার্সের সমন্বয়ে ৬ সদস্যের একটি দল।

টেকনাফের সাবরাং ইউনিয়নের হারিয়াখালি প্রাথমিক বিদ্যালয়ে ১১ দিনব্যাপী এই সেবা দেয়া হয়।

প্রতিদিন প্রায় ৩ শতাধিক রোগী এখানে চিকিৎসা সেবা নেয়। যার বেশির ভাগই নারী ও শিশু।

ইউনাইটেড হসপিটালের এই মেডিকেল ক্যাম্পে প্রয়োজনীয় চিকিৎসা দেয়ার পাশাপাশি কাটা ছেঁড়া, বিভিন্ন আঘাতের প্রাথমিক ব্যবস্থাপনা দেয়া হয়। এ বাবদ প্রয়োজনীয় ওষুধ ছাড়াও পানি, পানি রাখার পাত্র ও শুকনো খাবারও এই ক্যাম্প থেকে সরবরাহ করা হয়।

স্থানীয় প্রশাসন ও দায়িত্বরত সেনাবাহিনী সদস্যদের সহায়তায় অত্যন্ত সুশৃঙ্খলভাবে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই ক্যাম্পে সেবা দেওয়া হয়।

ইউনাইটেড হসপিটালের চিফ ফ্যামিলি ফিজিসিয়ান ডা. মাহবুব রহমান খান এই মেডিকেল ক্যাম্পের নেতৃত্ব দেন।

এসআর/এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh