• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

১৩ লাখ ছাড়িয়েছে স্কুল ব্যাংকিং হিসাব

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ অক্টোবর ২০১৭, ১১:৫৯

স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা সঞ্চয়ী হয়ে উঠছে। স্কুলের ছোট ছোট ছেলেমেয়েদের মধ্যে সঞ্চয়ী মনোভাব গড়ে তুলতে তাদের ব্যাংক হিসাব খোলার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে জনপ্রিয় হয়ে উঠছে ‘স্কুল ব্যাংকিং’ কার্যক্রম। বর্তমানে ১৩ লাখ ছাড়িয়েছে স্কুল ব্যাংকিং হিসাব। ব্যাংকিং সেবার আওতায় আসা শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি সুদহার পাচ্ছেন।

বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জুন পর্যন্ত সময়ে দেশের ৫৬টি তফসিলি ব্যাংকের ১৩ লাখ ৩৪ হাজার ৩৪৩টি স্কুল ব্যাংকিং অ্যাকাউন্টে এক হাজার ১২৮ কোটি ৭৩ লাখ টাকা জমা পড়েছে। আগের বছর একই সময়ে ১১ লাখ ৮২ হাজার ১৭৯টি স্কুল ব্যাংকিং অ্যাকাউন্টে জমা হয়েছিল ৮৮০ কোটি ৪০ লাখ টাকা।

পল্লী এলাকার চেয়ে শহরাঞ্চলে স্কুল ব্যাংকিং সার্ভিস অধিক জনপ্রিয় এ কথা উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, ১৩ লাখ ৩৪ হাজার ৩৪৩টি স্কুল ব্যাংকিং অ্যাকাউন্টের মধ্যে শহর এলাকায় ৮ লাখ ১২ হাজার ৪২৩টি এবং পল্লী অঞ্চলে ৫ লাখ ২১ হাজার ৯১৫টি অ্যাকাউন্ট খোলা হয়েছে।

জানা গেছে, ২০১০ সালের নভেম্বরে বাংলাদেশ ব্যাংক স্কুল ব্যাংকিংয়ের নিয়মাবলী জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল। উদ্দেশ্য ছিল সঞ্চয়ের মাধ্যমে স্কুলের ছাত্রছাত্রীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশ নেয়ার সুযোগ তৈরি করে দেয়া। শুরুতে ১০ টাকা দিয়ে হিসাব খোলা হলেও পরে এই হিসাব খুলতে ১০০ টাকা জমা রাখতে বলা হয়। এসব হিসাব সাধারণ চলতি হিসাবেও রূপান্তরের সুযোগ আছে। কোন কোন ব্যাংক আলাদা কাউন্টার বা ডেস্ক খুলে ছাত্রছাত্রীদের জন্য এখন এ সেবা দিচ্ছে।

এমসি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh