• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

২০ হাজার লাইসেন্সবিহীন ফার্মেসি বন্ধ হচ্ছে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ অক্টোবর ২০১৭, ২১:০৫

দেশে প্রায় ২০ হাজার লাইসেন্সবিহীন ফার্মেসি চালু আছে। আমরা এসব ফার্মেসি বন্ধের উদ্যোগ নিয়েছি। এরইমধ্যে ৪০টি ফার্মেসির বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমরা ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে যাচ্ছি।

জানালেন ডিরেক্টরেট জেনারেল অব ড্রাগ এডমিনিস্ট্রেশন (ডিজিডিএ) মহাপরিচালক মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমান।

রোববার রাজধানীর মহাখালীর ওষুধ প্রশাসন অধিদপ্তরে ‘বিশ্বব্যাপী ওটিসি ড্রাগ নীতিমালা পরিস্থিতি: বাংলাদেশের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মোস্তাফিজুর বলেন, এখন আমরা বিশেষ নজর দিয়েছি ওভার দ্যা কাউন্টার ড্রাগ বিষয়ে। ওভার দ্যা কাউন্টার ড্রাগের(ওটিসি)বিষয়ে আমার পরামর্শ হলো গণমাধ্যমে এ বিষয়ে সচেতনতা তৈরি এবং পাশাপাশি গণমাধ্যমে ওটিসি ড্রাগের বিজ্ঞাপণ প্রচারের সুযোগ সৃষ্টি করা।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য, পরিবার ও সমাজকল্যাণ বিষয়ক সাবেক উপদেষ্টা প্রফেসর ডা. সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, আমাদের দেশের ওষুধ নীতিমালা মার্কিন যুক্তরাষ্ট্রের ওষুধ নীতিমালা থেকেও শক্তিশালী। এরপরও বর্তমানে দেশের প্রায় সব ওষুধই ‘ওভার দ্য কাউন্টার’ ড্রাগে পরিণত হয়েছে। এ অবস্থা থেকে রাতারাতি উত্তরণ সম্ভব নয়।

অনুষ্ঠানে ডিজিডিএ এসিস্ট্যান্ট ডিরেক্টর মো. সালাউদ্দিন, ডিরেক্টর মো. রুহুল আমিন, গ্লোব্যাল রেগুলেটরি ইনটেলিজেন্স এন্ড পলিসি (জিএসকে- আমেরিকা, ভারত, আফ্রিকা, মধ্যপ্রাচ্য) ম্যানেজার বেঞ্জামিন এ চ্যাকো উপস্থিত ছিলেন।

এমসি /এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সারাদেশে লাইসেন্সবিহীন হাসপাতাল ১০২৭
লাইসেন্সবিহীন ক্লিনিক-হাসপাতাল বন্ধে লিগ্যাল নোটিশ
লাইসেন্সবিহীন হাসপাতাল-ক্লিনিক বন্ধের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
X
Fresh