• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ডলারের দাম বেড়েই চলছে

আরটিভি অনলাইন রিপোর্ট

অনলাইন ডেস্ক
  ১৫ অক্টোবর ২০১৭, ১৯:১৮

রপ্তানি কম হওয়া এবং রেমিট্যান্স কমে যাওয়ার কারণে বৈদেশিক মুদ্রার চাহিদা বেড়েই চলছে। ফলে প্রতিনিয়ত বাড়ছে ডলারের দাম এবং দুর্বল হচ্ছে টাকা।

রোববার আন্তঃব্যাংক লেনদেনে এক ডলারের বিপরীতে ৮০ টাকা ৯৩ পয়সা গুনতে হয়েছে। আন্তঃব্যাংক লেনদেনের বাইরে কার্ভ মার্কেটে(খোলা বাজারে) এক ডলারের বিপরীতে ৮৪ টাকারও বেশি গুনতে হয়েছে।

ব্যবসায়ীরা জানান, ডলারের দাম বাড়ায় রপ্তানিকারকরা বাড়তি অর্থ পেয়ে লাভবান হচ্ছেন। তবে আমদানিকারকদের পণ্য বা যন্ত্রপাতির আমদানিতে বেশি টাকা ব্যয় করতে হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, গত জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ডলারের দাম বেড়েছে ২০ পয়সা। আন্তঃব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার এখন ৮০ টাকা ৮০ পয়সা, জুন শেষে যা ছিল ৮০ টাকা ৬০ পয়সা।

এছাড়া মার্চে এক ডলার ছিল ৭৯ টাকা ৬৮ পয়সা। মার্চ থেকে জুন এ তিন মাসে বাড়ে এক দশমিক ১৪ শতাংশ।

জুন ২০১৭ শেষে টাকা-ডলার বিনিময় হার আগের বছরের একই সময়ের তুলনায় দুই দশমিক ৭৩ শতাংশ বেড়েছে। ২০১৬ সালের জুন শেষে টাকা-ডলারের বিনিময় হার ছিল ৭৮ টাকা ৪০ পয়সা।

এমসি/কে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রভাসের নতুন সিনেমার স্বত্ব বিক্রি হলো যত টাকায়
পাথরঘাটায় ৫ কোটি টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস  
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৯ মার্চ)
হুন্ডির মাধ্যমে তিন মাসে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেপ্তার ৫
X
Fresh