• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সপ্তাহের শেষ দিনে লেনদেন ও সূচক কমেছে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ অক্টোবর ২০১৭, ১৬:০৪

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের উভয় শেয়ার বাজারে লেনদেন কমেছে। বৃহস্পতিবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ৪৪ পয়েন্ট কমেছে। পাশাপাশি বুধবার থেকে লেনদেন কমেছে ৩৪৮ কোটি ৭৫ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসইতে দিনভর লেনদেন হয়েছে ৭৪৩ কোটি ২৯ লাখ টাকার শেয়ার। আগের দিন লেনদেন হয়েছিল এক হাজার ৯২ কোটি ৪ লাখ টাকার শেয়ার। ফলে এক কার্যদিবসের ব্যবধানে লেনদেন কমেছে ৩৪৮ কোটি ৭৫ লাখ টাকা।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪৪ পয়েন্ট কমে ৬ হাজার ৬৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৩৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯৭ পয়েন্টে।

ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ২২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির শেয়ার দর।

অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৫ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৮ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার। ফলে এক কার্যদিবসের ব্যবধানে লেনদেন কমেছে ১৩ কোটি ১৩ লাখ টাকা।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৮২৩ পয়েন্টে।

এদিন সিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ২৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ার দর।

এমসি/এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh