• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

‘শিগগিরই লবণের দাম স্বাভাবিক হবে’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ সেপ্টেম্বর ২০১৬, ১৪:২৪

কোরবানির পশু চামড়া সংরক্ষণের জন্য চাহিদা বাড়ায় লবণের দাম বেড়েছে। তবে শিগগিরই এর দাম স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। জানালেন, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বৃহস্পতিবার ঈদ-পরবর্তী প্রথম কর্মদিবসে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা জানান।

বললেন, শিগগিরই লবণের দাম স্বাভাবিক হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, এরই মধ্যে দেড় লাখ টন লবণ আমদানি করা হয়েছে। আরো এক লাখ টন আমদানি করা হবে। এতে লবণের দাম স্বাভাবিক হয়ে যাবে।

কোরবানি ঈদে চামড়া সংরক্ষণে লবণের বাড়তি চাহিদা তৈরি হয়। একে ঘিরে লবণের দাম বেড়ে কেজিপ্রতি দাঁড়িয়েছে প্রায় ৪২ টাকা। এতে কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকরণে ভোগান্তি পোহাচ্ছেন ব্যবসায়ীরা।

তোফায়েল আশা জানান, একদিন বাংলাদেশ হবে পুরোদমে জঙ্গি ও সন্ত্রাসমুক্ত। সেদিনটি আর বেশি দূরে নেই।

তিনি বলেন, এই ঈদে দেশের কোথাও অনাকাঙ্খিত কিছু ঘটেনি। সন্ত্রাস বা জঙ্গি তৎপরতা ছিল না।

এসময় টঙ্গীর ট্যাম্পাকো কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতি শোক জানান মন্ত্রী।

বললেন, তদন্ত করে দুষ্কৃতকারীদের সাজা দেয়া হবে।

ডিএইচ/

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh