• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

মালয়েশিয়ার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও বাংলাদেশি আবরার

আন্তর্জাতিক ডেস্ক

  ১০ অক্টোবর ২০১৭, ১৬:৩০

মালয়েশিয়ার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে নিযুক্ত হয়েছেন বাংলাদেশি আবরার আনোয়ার। আগামী ১ নভেম্বর থেকে দায়িত্ব পালন করবেন তিনি। তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড মালয়েশিয়ার সিইও হিসেবে কর্মরত মহেন্দ্র গুরসাহানির স্থলাভিষিক্ত হবেন।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে অধিষ্ঠিত হওয়ায় মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা আবরার আনোয়ারকে অভিনন্দন জানিয়েছেন।

আবরার আনোয়ার ২০১১ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড, বাংলাদেশ শাখায় যোগ দেন। ২০১৪ সাল পর্যন্ত করপোরেট ক্লায়েন্ট কভারেজ বিজনেসম্যান হিসেবে দায়িত্ব পালনের পর ২০১৫ সালের জানুয়ারিতে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদের দায়িত্ব নেন তিনি।

তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের নাটমুড়া গ্রামে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের আসিয়ান ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সিইও এনা মার্স তার সম্পর্কে বলেন, ‘আমরা অনেক আশাবাদী যে, আবরারের দক্ষ নেতৃত্ব ও ব্যাংকিং শিল্পের জ্ঞান মালয়েশিয়ায় আমাদের ব্যাংকিং ব্যবসাকে আরো সমৃদ্ধ করতে সাহায্য করবে।’

করপোরেট ও ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ে বাংলাদেশ, ভারত ও ব্রিটেনে ২৬ বছরের অভিজ্ঞতা রয়েছে আবরার আনোয়ারের।

এপি/ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় বাংলাদেশিকে হত্যা করল আরেক বাংলাদেশি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৬ এপ্রিল)
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৫ এপ্রিল)
মুক্তির পর ফেসবুকে যে বার্তা দিলেন জিম্মি জাহাজের চিফ অফিসার
X
Fresh